Type to search

বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি সাড়ে ৩৫ লাখ

আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি সাড়ে ৩৫ লাখ

অনলাইন ডেস্কঃ  সারাবিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি সাড়ে ৩৫ লাখ মানুষ। এ ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১০ লাখ ছয় হাজারেরও বেশি। সুস্থ হয়েছেন ২ কোটি সাড়ে ৪৮ লাখের বেশি।

ভারতে একদিনে করোনায় ৭শ’ ৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৯৬ হাজার। ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৬৭১ জন।

সেখানে মোট করোনা শনাক্ত ৬১ লাখ ৪৩ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে নতুন ৩৫৫ জনসহ মোট প্রাণহানি ২ লাখ ৯ হাজার ৮শ’ আট জনের বেশি। দেশটিতে মোট করোনা শনাক্ত ৭৩ লাখ সাড়ে ৬১ হাজার ছাড়িয়েছে।

এদিকে ব্রাজিলে একদিনে ৩৮৫ জনসহ মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষের। দেশটিতে মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে ৪৭ লাখ ৪৮ হাজারের বেশি। মেক্সিকোতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ হাজার ৬০৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৭১৭ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫০ লাখ ৯৮ হাজার ৫৭৩ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৬ লাখ ৯ হাজার ৬৩৬ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪০ লাখ ৮৪ হাজার ১৮২ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Tags: