Type to search

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

অপরাজেয়বাংলা ডেক্স: বিশ্বে করোনায় একদিনে প্রাণ গেছে প্রায় সাড়ে দশ হাজার মানুষের। এনিয়ে মোট মৃত্যু ৪৪ লাখ ৬৩ হাজারের বেশি।

একদিনে আরও সাড়ে ছয় লাখসহ মোট শনাক্ত ২১ কোটি ৩৯ লাখের বেশি। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ২৪ হাজার ৮২৪ জন রোগী।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ১৪ লাখ লাখ ৩৬ হাজার ৭৯০ জন।

যুক্তরাষ্ট্রে বেড়েছে দৈনিক মৃত্যু। একদিনে দেশটিতে মারা গেছে ১ হাজার ১৩৪ জন। কঠোর লকডাউনের পরও নিউজিল্যান্ডে বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রেকর্ড ৯ শতাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে দুই জন।

এছাড়া ইন্দোনেশিয়ায় একদিনে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের। এছাড়া মেক্সিকোয় ৯৪০, ব্রাজিলে ৮৮৫, রাশিয়ায় ৭৯৪, ভারতে ৭৩৭ এবং ইরানে ৭০৯ জনের প্রাণ গেছে।সূত্র,ডিবিসি নিউজ