Type to search

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে চিত্রা থিয়েটারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নড়াইল

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে চিত্রা থিয়েটারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নড়াইল প্রতিনিধি
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো নড়াইলের চিত্রা থিয়েটারের ২৮তম
প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল, সকালে শহরের
পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরে মুক্তিযুদ্ধে শহীদ গণকবরে পুস্পমাল্য
অর্পণ, দুপুরে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান মঞ্চে ২৮বছর ধরে সংগঠনের
সাথে জড়িত নাট্যকর্মীদের নিয়ে ব্যতিক্রমী আড্ডা, বিকেলে আলোচনা সভা এবং
সন্ধ্যায় নাটক ও সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।
চিত্রা থিয়েটারের সহ-সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায়
বক্তব্য দেন দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার, মিলন
ভট্যাচার্য্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু,
সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
লিটু, শামীমূল ইসলাম টুলু,এস এম সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা
মুখার্জ্জ্বী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাধারণ
সম্পাদক শরীফ খান প্রমুখ।
পরে চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিরনের রচনা ও নির্দেশনায়
নাটক ‘আতœদহন’ মঞ্চস্থ হয়।