Type to search

বিপ্লবী নেতা চে গুয়েভারার ৯৩ তম জন্মদিন আজ

আন্তর্জাতিক

বিপ্লবী নেতা চে গুয়েভারার ৯৩ তম জন্মদিন আজ

অপরাজেয়বাংলা ডেক্স: কিংবদন্তী বিপ্লবী নেতা চে গুয়েভারার ৯৩ তম জন্মদিন আজ। আর্নেস্তো গুয়েভারা দে লা সের্না বিপ্লবের অগ্নিপুরুষ হিসেবে বিশ্বজুড়ে নন্দিত।  

পেশায় ডাক্তার হলেও একাধারে তিনি ছিলেন বিপ্লবী নেতা, লেখক, বুদ্ধিজীবী, কূটনীতিবিদ ও সমরবিদ। বিংশ শতাব্দীর খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম চে গুয়েভারা।

কিউবায় ফিদেল ক্যাস্ট্রোর সাথে সফল বিপ্লবের পর গুয়েভারা গিয়েছিলেন বলিভিয়ায় আরেকটি বিপ্লবের প্রত্যয় নিয়ে। সেখানে মার্কিন গোয়েন্দাদের মদদপুষ্ট বলিভিয়ান বাহিনীর কাছে ধরা পড়েন। নিজ ভুখন্ডে বন্ধুর সাথে মোটরসাইকেল ভ্রমণে গিয়ে বঞ্চিত মানুষদের ‘চে’ বা ‘বন্ধু’তে পরিণত করে।

এ বোধ থেকেই তিনি শুরু করেন মানব মুক্তির লড়াই।  ১৯৬৭ সালের ৯ই অক্টোবর বলিভিয়ার লা হিগুয়েরাতে তার মৃত্যদণ্ড কার্যকর করে বলিভিয়ার সেনাবাহিনী। মৃত্যুর পর সারাবিশ্বের মুক্তিকামী সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসীদের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হন চে।সূত্র,ডিবিসি নিউজ