Type to search

বিডার ওয়ান স্টপ সার্ভিসে মিলবে ৪১টি বিনিয়োগ সেবা

অর্থনীতি

বিডার ওয়ান স্টপ সার্ভিসে মিলবে ৪১টি বিনিয়োগ সেবা

বিডার ১৫টি, অন্য ১০টি প্রতিষ্ঠানসহ মোট ৪১টি বিনিয়োগ সংক্রান্ত সেবা দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র ওয়ান স্টপ সার্ভিস।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা কার্যালয়ে ৬টি নতুন বিনিয়োগ সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় যুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নতুন ৬টি সেবার উদ্বোধন করেন।

এর ফলে এখন থেকে পরিবেশ অধিদপ্তরের ৩টি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রণক দপ্তরের ১টি করে সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সহজে নিতে পারবেন বিনিয়োগকারীরা। অনলাইনে আবেদন ও অনুমোদন ব্যবস্থার কারণে বিনিয়োগকারীদের দপ্তরে দপ্তরে ফাইল নিয়ে ছোটাছুটির হয়রানি বন্ধ হবে।

পুরো প্রক্রিয়া অনলাইনে মনিটরিংয়ের কারণে কোনও ফাইল কোনয়ও দপ্তর বা টেবিলে আটকে থাকার সুযোগ নেই। নতুন যুক্ত হওয়া সেবার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে ওএসএসের আওতায় ১৫০টি বিনিয়োগ সংক্রান্ত সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে।

 

সূত্র, DBC বাংলা