Type to search

বাড়ছে শীতের তীব্রতা

জেলার সংবাদ

বাড়ছে শীতের তীব্রতা

অপরাজেয় বাংলা ডেক্স

পৌষের শুরুতেই দিনাজপুরে তাপমাত্রা কমতে শুরু হরেছে। শীতের তীব্রতাও বাড়ছে। মৃদু শৈতপ্রবাহ আর কুয়াশার দাপট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

গত ২১ নভেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো জেলায়। এরপর ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করেছে। বুধবার (১৬ ডিসেম্বর) তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আরো কমে হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত রাতে শীতের তীব্রতা বাড়লেও দিনে তেমন শীত ছিলো না। কিন্তু ১৬ ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বেড়েছে এবং দিনে সুর্যের দেখা মিললেও শীত যেন জেঁকে বসারই ইঙ্গিত দিচ্ছে। মানুষজনও শীত নিবারণে শীতবস্ত্র সংগ্রহে ছুটছেন শীত বস্ত্রের দোকানে।

শীতের তীব্রতা বাড়ার কারণে শ্রমজীবি মানুষজন কাজ করতে সমস্যায় পড়ছেন। ঠান্ডার কারণে কৃষি শ্রমিকদের মাঠে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত প্রবাহের সঙ্গে এখন থেকে তাপমাত্রা আরো কমে আসবে এবং শীতের তীব্রতাও বাড়বে।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *