Type to search

 প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের স্মারকলিপি প্রদান

অন্যান্য

 প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের স্মারকলিপি প্রদান

ভ্রাম্যমান প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের স্মারকলিপি প্রদান, দীর্ঘ ২৮বৎসরেও জনবল কাঠামোর কোন সংশোধনিতেই স্থান না পাওয়া ও বর্তমানে চলমান জনবল সংশোধনিতেও স্থান না পাওয়ার আশংকা থেকে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ইমদাদুল হক মিলন ও সধারন সম্পাদক মিল্টন মন্ডল সাক্ষরিত একটি  স্মারকলিপি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর  প্রধানমন্ত্রী কার্যালয়ে  জমা দেয়া হয়েছে।উক্ত স্মারকলিপির সঙ্গে উক্ত শিক্ষকবৃন্দের পদ জনবল কাঠামোতে অন্তর্ভুক্তির প্রধান দাবি সহ কিছু বিকল্প দাবি ও একটি বাজেট সিট সম্বলিত একটি সম্পূর্ণ ফাইল প্রেরণ করা হয়।এ সময় উক্ত সংগঠনের পক্ষে ফাইলটি জমা দানে প্রধানমন্ত্রী কার্যালয়ে উপস্থিত থেকে সংগঠনের পক্ষে সর্বতোভাবে সহযোগীতা করেন-সংগঠনের সম্মানিত সিনিয়র সহসভাপতি মোঃহামিদুর রহমান, সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল ও সহসভাপতি মোঃজহিরুল হক প্রমুখ।উল্লেখ্য যে,১৯৯৩ সাল থেকে অদ্যাবধি একই এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে এইচএসসি ও ডিগ্রি শিক্ষকবৃন্দ এমপিও সহ সরকারি বিভিন্ন সুযোগ -সুবিধা পেলেও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকবৃন্দের পদ জনবলে অন্তর্ভুক্ত না থাকার কারনে দীর্ঘ ২৮বৎসরও এমপিও সহ সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই এ স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ স্তরের শিক্ষকবৃন্দের দীর্ঘ ২৮বৎসরের নন এমপিও অভিশপ্ত জীবনের মুক্তি প্রত্যাশা করা হয় বঙ্গবন্ধু কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী র নিকট।একই রকম অন্য একটি ফাইল গত২৩/১০/২০২০ইং তারিখেও মাননীয় শিক্ষা মন্ত্রী বরাবরে উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রেরিত হয়।