Type to search

প্রথমবার ১ দিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু ভারতে

আন্তর্জাতিক

প্রথমবার ১ দিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু ভারতে

 

অপরাজেয় বাংলা ডেক্স : প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় চার হাজার অতিক্রম ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা। মহামারিতে চরম বিপর্যয়ে থাকা দেশটি প্রতিদিন গড়ছে এমন অপ্রতিকর রেকর্ড।

নতুন শনাক্ত রোগীর সংখ্যা এদিনও ছাড়িয়েছে চার লাখ। শনিবার (৮ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডো মিটার। সকালে এই তথ্য সামান্য হালনাগাদ হতে পারে।

ওয়ার্ল্ডো মিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ২৭১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ১শ ৯৪ জনের।

দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের। সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *