Type to search

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ভারতের

অর্থনীতি

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ভারতের

 

প্রায় ৩ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিল ভারত। আগামী ১লা জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

এর আগে, ভারি বৃষ্টিপাতের কারণে বন্যায় ফসল নষ্ট হওয়ায় ভারতের বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয়। সেসময় অভ্যন্তরীন বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এবং দাম নাগালে রাখতে গেল সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এর ফলে বাংলাদেশ এবং নেপালে পেঁয়াজের দাম ব্যাপকবেড়ে যায়।

ভারতের বাজারে সম্প্রতি নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করায় দাম কমে এসেছে। একারণে আবারও বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

সূত্র, DBC বাংলা