Type to search

পুতিন গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করলে সেটি হবে ‘গেম চেঞ্জার’: আন্দ্রেজ দুদা

আন্তর্জাতিক

পুতিন গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করলে সেটি হবে ‘গেম চেঞ্জার’: আন্দ্রেজ দুদা

অনলাইন ডেস্ক:পোলান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে গণবিধ্বংসী কোনো অস্ত্র ব্যবহার করা হলে সেটি হবে ‘গেম চেঞ্জার’।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে পোলিস প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার হলে কী করতে হবে— ন্যাটোকে সেটা গুরুত্বসহকারে ভাবতে হবে।

ইউক্রেনে এ ধরনের কাজ করতে রাশিয়া সাহস করবে না স্বগোক্তি করে তিনি বলেন, অবশ্য সবাই প্রত্যাশা করছেন তিনি (পুতিন) গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার সাহস দেখাবেন না, কোনো রাসায়নকি অস্ত্র, জৈব অস্ত্র কিংবা কোনো ধরনের পারমাণবিক অস্ত্রও নয়। এটা ঘটবে না বলে সবাই প্রত্যাশা করছে।
পোলিস প্রেসিডেন্ট ইংরেজিতে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, যদি পুতিন গণবিধ্বংসী কোনো অস্ত্র ব্যবহার করেন, তাহলে সেটা হবে গেম চেঞ্জার।

রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটোর জন্য সেটা রেডলাইন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যান্দ্রেজ দুদা বলেন, কি করতে হবে— ন্যাটোর নেতাদের বৈঠকে বসে সেটা ভাবতে হবে। কারণ এটা শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ হবে
সূএ:বাংলাদেশ প্রতিদিন