Type to search

পরীমণিকে রিমান্ড দেয়া দুই আইনজীবীর হাইকোর্টে ক্ষমা প্রার্থনা

আইন কানুন জাতীয় বাংলাদেশ

পরীমণিকে রিমান্ড দেয়া দুই আইনজীবীর হাইকোর্টে ক্ষমা প্রার্থনা

অপরাজেয়বাংলা ডেক্স
পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের ব্যাখা চাওয়ার দেওয়ার শুনানি আজ। চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড দেয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছেন দুই বিচারক। মঙ্গলবার এই প্রতিবেদন দাখিল করা হয়।

এর আগে, চিত্রনায়িকা পরীমণির দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের যৌক্তিকতা নিয়ে নিম্ন আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট। তা ছাড়া মামলার নথিসহ মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

১৯শে আগস্ট পরীমণির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমণি।

এই আদালত ১৩ই সেপ্টেম্বর শুনানির দিন রাখেন। পরদিন নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এতে ফল না পেয়ে ২২শে আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ও অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ২৫শে আগস্ট হাইকোর্টে আবেদন করেন পরীমনি।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *