Type to search

‘পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে’

শিক্ষা

‘পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে’

অপরাজেয়বাংলা ডেক্স: শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সবরকম প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যেকোনো দিন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে আমাদের সবরকমের প্রস্তুতি নেয়া আছে। স্কুল খুলে দিলে স্বাস্থ্যবিধি মানতে যেন কোনও সমস্যা না হয় এবং স্কুল যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেজন্য আমরা আগে থেকেই স্কুলে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করছি।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ামাত্রই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরো জানান, পাঠ্যক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাস তৈরির চিন্তা চলছে। প্রতিমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে প্রাথমিকের শিক্ষকদের ৮৫ শতাংশের টিকাদান সম্পন্ন হয়েছে বাকীদেরও দ্রুতই টিকা দেয়া হবে।’ স্কুল খুললে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে বলেও জানান জাকির হোসেন।

গত বছরের ৮ মার্চ করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর ক্রমেই সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দফায় দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।সূত্র,ডিবিসি নিউজ