Type to search

নড়াইলে ৪৪০০ জন কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাবেন

নড়াইল

নড়াইলে ৪৪০০ জন কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাবেন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনাদণা কর্মসূচির আওতায় বিনামুল্যে উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ  করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে  উফশী  আউশ ধান আবাদ বৃদ্ধির  জন্য সদর উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
এ কার্যক্রমের আওতায় উপজেলার ৪ হাজার ৪ শত জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা সিনিয়র মৎম্য কর্মকর্তা মোঃ এনামুল হক,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেবশিষ কুন্ডু মিটুল,নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মোঃ ইকবল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *