Type to search

নড়াইলে ১৩ দিনের ব্যবধানে আরিফাসহ ৪ জনের মৃত্যু

নড়াইল

নড়াইলে ১৩ দিনের ব্যবধানে আরিফাসহ ৪ জনের মৃত্যু

নড়াইলে ১৩ দিনের ব্যবধানে আরিফাসহ ৪ জনের মৃত্যু চিত্রা নদীতে নিখোঁজের একদিনপর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
নড়াইলের চিত্রা নদীতে এবার গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আরিফা
খাতুন (১১) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল
১০টার দিকে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা চিত্রা নদী থেকে
উদ্ধার করেছেন। আরিফা নড়াইল পৌরসভার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের
মেয়ে। সে স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়
শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২ জুন) দুপুরে
হাটবাড়িয়া গ্রামের আরিফা ও লামিয়া চিত্রা নদীতে গোসল করতে এসএম সুলতান
সেতুর নিচে নামে। এ সময় লামিয়া নদী থেকে ওপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি।
শনিবার (৩জুন) সকাল সাড়ে ১০টার দিকে আরিফার লাশ বাঁধাঘাট এলাকার চিত্রা
নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে নড়াইলের মধুমতি ও নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ৩ জন নিহত হয়।
তারা হলো-২৭মে কালিয়ার মহাজনে নবগঙ্গা নদীতে আশিকুর রহমান খান (২৮),২৪মে
লোহাগড়ার পুরাতন ধানাইড় এলাকার মধুমতি নদীতে রাজিব ভুইয়া(১৪) ও ২০ মে
কালিয়ার  যোগানিয়া মধুমতি নদীতে শিশু মার্জিয়া (৫) নিখোঁজ হয়। ১৩ দিনের
ব্যবধানে আরিফারসহ মোট ৪ জন নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে। নিখোঁজ
হওয়ার একদিন পরে উক্ত মরদেহগুলো উদ্ধার করা হয়।
নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন,‘খবর
পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত
উদ্ধার অভিযান চালানো হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফার লাশ
বাঁধাঘাট এলাকার চিত্রা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।