Type to search

নড়াইলে সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রীদের ও আনসার ভিডিপি কমান্ডারদের মাঝে বাই সাইকেল বিতরণ

অন্যান্য

নড়াইলে সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রীদের ও আনসার ভিডিপি কমান্ডারদের মাঝে বাই সাইকেল বিতরণ

মির্জা মাহমুদ রন্টু, নড়াইল জেলা প্রতিনিধিঃ নারী শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে নড়াইলের তুলারামপুরের চাঁচড়া এন,ইউ,বি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫জন সুবিধা বঞ্চিত মেধাবি ছাত্রীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। সকালে বিদ্যালয় চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়। নড়াইল সদর উপজেলা পরিষদের উদ্যোগে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুন্ডরীক কুমার বিশ্বাসসহ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪/৫ কিলোমিটার দুর থেকে পায়ে হেটে আসা দরিদ্র শিক্ষর্থীরা সময় মতো স্কুলে যাতায়াত করতে পারতো না। তাই এ সকল দরিদ্র মেধাবীদের স্কুলে যাতায়াতের জন্য বাই সাইকেল দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। অন্য আরেক অনুষ্ঠানে নড়াইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ইউনিয়ন ওয়ার্ড ভিডিপি দলনেতা, নেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে । নড়াইল জেলা কমান্ড্যান্ট এর কার্য্যলয়ে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন, জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম, উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকাগন এছাড়া আনসার বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন ।

Tags: