Type to search

নড়াইলে পল্লি চিকিৎসকে ভাবে কুপিয়ে হত্যা: এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নড়াইল

নড়াইলে পল্লি চিকিৎসকে ভাবে কুপিয়ে হত্যা: এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
 নড়াইলে পল্লি চিকিৎসকে ভাবে কুপিয়ে হত্যা: এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।নড়াইলে প্রতিপক্ষের হামলায় আমিনুর খাকি (৩২) নামের এক পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ’রা। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শুক্রবার (১২ মে) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার হয়ে গ্রুতর অসুস্থ অবস্থায় মারা যান। আমিনুর খাকি নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের সোনা মিয়া খাকির ছেলে। পার্শ্ববর্তী চান্দেরচর গ্রামের বাজারে তার পল্লি চিকিৎসাকেন্দ্র রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় (১২ মে) শুক্রবার সকালে পল্লি চিকিৎসক আমিনুর নিজ বাড়ি থেকে চান্দেরচর বাজারের উদ্দেশ্যে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে গফফার শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তেলিডাঙ্গা বড় মসজিদের সামনের রাস্তায় তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের উপর্যুপরি কোপে গুরুতর আহত অবস্থায় আমিনুরকে স্থানীয়’রা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন,পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এদিকে আমিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ দলের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *