Type to search

নড়াইলে আট ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা

নড়াইল

নড়াইলে আট ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় মূল্যতালিকা না থাকা, দাম বেশি রাখা ও বিক্রির
জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা
জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লোহাগড়ার উপজেলার
লক্ষ্মীপাশা ও এড়েন্দা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার
প্রমাণিক। জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।
এসময় মেসার্স রোজ ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দেড় হাজার,
মেসার্স সুস্বাদু হোটেল এক হাজার, মেসার্স রউফ মিষ্টান্ন ভান্ডারকে এক
হাজার, মেসার্স অরুপ মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার, মেসার্স ভাই ভাই
মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার, মেসার্স ইমরান মেডিসিন কর্নারকে ৫০০,
মেসার্স শাওন এন্টারপ্রাইজকে ৫০০ ও মেসার্স জাহিদ স্টোরকে ৫০০ টাকাসহ মোট
আট হাজার টাকা জরিমানা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব
কুমার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।