Type to search

নড়াইলে আগামী ৭ জানুয়ারী  থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা

নড়াইল

নড়াইলে আগামী ৭ জানুয়ারী  থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা

নড়াইল প্রতিনিধি
নড়াইলে আগামী ৭ জানুয়ারী  থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। এ উপলক্ষে ৪ জানুয়ারী বেলা ১২টায়  জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, আগামী ৭ জানুয়ারী  নড়াইলের সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান । সম্মানিত অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস,পুলিশ সুপার সাদিরা খাতুন,নড়াইল ভিক্টোরিয়া কলেজেরে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম,পৌর মেয়র আনজুমান আরা প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ ফকরুল হামান, স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকাইনসহ গণমাধ্যমকর্মীরা।
মেলায় বিভিন্ন গ্রামীন খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। এ দিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে।
এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।