Type to search

নড়াইলের এসপি নির্দেশক্রমে সাইবার ক্রাইম সদস্যরা চার ঘন্টার মধ্যে বিকাশ থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার

নড়াইল

নড়াইলের এসপি নির্দেশক্রমে সাইবার ক্রাইম সদস্যরা চার ঘন্টার মধ্যে বিকাশ থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার

 উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর অফিস কক্ষে ৯/১/২২ খ্রিঃ তারিখ আফিসার ইনচার্জ, লোহাগড়া থানা, নড়াইল বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন যে, গত ০৬/০১/২২ খ্রিঃ তারিখ অনুমান সকাল ৯.৩১ ঘটিকার আমার স্ত্রী মাহমুদা খাতুন এর বিকাশ ফোন নম্বর 01725-039678 থেকে অজ্ঞাত নামা ব্যক্তি বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া তাহার ফোন নম্বর 01301-089672 দ্বারা আমার বিকাশ থেকে ১২,৮৭৫/-টাকা সেন্ড করে নিয়ে যায়। এরপর থেকে অজ্ঞাতনামার ফোন নম্বরটি বন্ধ আছে। তিনি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ১০/০১/২২খ্রিঃ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় অভিযোগকারী পুলিশ সুপার নিকট জিডির কপি নিয়ে হাজির হইলে তাৎক্ষনিক বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে হারানো টাকা গুলি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত এএসআই (নিঃ) মোঃ কামাল হোসেন  উক্ত অভিযোগের দায়িত্ব গ্রহণ করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকা গুলি উদ্ধারের জন্য আন্তরিকতার সাথে কাজ শুরু করেন। তদন্তকালীন সময়ে বিকাশ এজেন্টের ঠিকানা ভানু বিবি, পিতা-হাবিবর মোল্যা, মাতা-লালমতি বেগম, সাং-মধূখালী (৪নং ওয়ার্ড অংশ), থানা-শালিকা, জেলা-মাগুরা চিহ্নিত করে বর্ণিত টাকা অভিযোগ পাওয়ার মাত্র ৪ (চার) ঘন্টার মধ্যে উদ্ধার করেন। পুলিশ সুপার, নড়াইল এর নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস তার কার্যালয়ে ডেকে অভিযোগকারীর হাতে আনুষ্ঠানিকতার মাধ্যমে ইং ১০/০১/২০২২ খ্রিঃ বিকাল ১৭.৪০ ঘটিকার সময় ১২,৮৭৫/- টাকা তুলে দেন। এ সময় অভিযোগকারী হারোনো টাকাটি পেয়ে আনন্দিত হয়। সে পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের ধন্যবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *