Type to search

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে কে কত ভোট পেলেন

অভয়নগর

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে কে কত ভোট পেলেন

স্টাফ রিপোর্টার 

মেয়র পদে নৌকার মাঝি সুশান্ত কুমার দাস শান্ত ২১৯১৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বিজয়ী হলেন। তার প্রতিদ্ব›দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মহাসিন শেখ (হাতপাখা) ৭৮২৭ ভোট ও জাতীয় পার্টির মো: আলমগীর ফারাজী(লাঙ্গল) পেয়েছেন ৭৩৫ ভোট। সংরক্ষিত মহিলা আসনে জয়লাভ করেছেন ১,২,৩ নং ওয়ার্ড থেকে রোকেয়া বেগম (৪৫৬৬ ভোট). ৪.৫.৬ থেকে শিরিনিা বেগম (৫১৩৮ ভোট) ও ৭.৮.৯ রাশিদা বেগম লিপি(৩৫১৭ ভোট) এ ছাড়া সাধারণ কাউন্সিলর যারা হলেন, ১ নং ওয়ার্ডে তানভীর হোসেন তানু (টেবিল ল্যাম্প), ২ নং মোস্তফা কামাল (উটপাখি). ৩ নং তালিম হোসেন (ডালিম), ৪, আব্দুস ছালাম শেখ (উটপাখি), ৫, মিজানুর রহমান মোল্যা(উটপাখি).৬. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস(ডালিম),৭. রিজাউল ইসলাম(উটপাখি),৮. বিপুল শেখ(উটপাখি) ও ৯ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান(টেবিলল্যাম্প)। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ফলাফল
১ নং ওয়ার্ডে ৭ জন কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নামেন। ৭ জনের মধ্যে সর্বাধিক ১৪শ’৪১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন টেবিল ল্যাম্প প্রতিকের প্রার্থী তানভির ইসলাম তানু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতিকের আব্দুল হামিদ মোল্যা পেয়েছেন ৬শ’৪১ ভোট। এছাড়া আব্দুল গফ্ফার বিশ্বাস (পাঞ্জাবী প্রতিক) ৫শ’৩১, নূর ইসলাম (ব্লাক বোর্ড প্রতিক) ৪শ’১২ ভোট, আলতাফ হোসেন (ডালিম প্রতিক) ৩শ’ ৪৭ ভোট, আবুল হোসেন (উট পাখি প্রতিক) ১শ’ ৩৫ ভোট, বিপ্লব হোসেন মোল্যা (ব্রিজ প্রতিক) ৪১ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডে ভোট যুদ্ধে নামেন পাঁচ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে সর্বাধিক ১২ শ’ ৩৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উটপাখি প্রতিকের মোস্তফা কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবী প্রতিকের শেখ ওয়াদুদ পেয়েছেন ৭শ’৮৪ ভোট। এছাড়া সিরাজুল ইসলাম (ডালিম প্রতিক) ৬শ’৭৮ ভোট, নাসির উদ্দিন মোল্যা (ব্রিজ প্রতিক ) ১শ’৮৬ ভোট, মোস্তফা কামাল (টেবিল ল্যাম্প প্রতিক) ৮৩ ভোট পেয়েছেন। ৩ নং ওয়ার্ডটিতে ভোট যুদ্ধে অংশ গ্রহন করেন ৬ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে সর্বাধিক ২১শ’ ৪১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ডালিম প্রতিক নিয়ে ভোটযুদ্ধে অংশ গ্রহণকারী তালিম হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উটপাখি প্রতিকের রফিকুল ইসলাম মজুমদার পেয়েছেন ১৫শ’৫৮ ভোট। এছাড়া জাকির হোসেন (পানির বোতল প্রতিক) ২শ’৪৮ ভোট, মফিজুর রহমান (ব্রিজ প্রতিক) ১শ’৬৩ ভোট, আব্দুর রউফ মোল্যা (পাঞ্জাবী প্রতিক) ৭৮ ভোট, মতিয়ার রহমান মজুমদার (টেবিল ল্যাম্প প্রতিক) ৬১ ভোট পেয়েছেন। উল্লেখ্য, এ ওয়ার্ডটিতে পাঞ্জাবী প্রতিকের আব্দুর রউফ মোল্যা ভোটের কয়েকদিন আগেই ডালিম প্রতিকের তালিম হোসেনকে সমর্থণ দিয়ে ঘোষণা দেন। ৪ নং ওয়ার্ডটিতে ৫ জন কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। এর মধ্যে সর্বাধিক ১৭শ’৩৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উটপাখি প্রতিকের আব্দুস সালাম শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ল্যাম্প প্রতিকের আজিম শেখ পেয়েছেন ৯শ’৫৮ ভোট। এছাড়া আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার (পাঞ্জাবী প্রতিক) ৫শ’৮৪ ভোট, জিয়া উদ্দিন পলাশ (পানির বোতল প্রতিক ) ৫ শ’৩২ ভোট, মেহেদি হাসান (ডালিম প্রতিক) ৮৫ ভোট পেয়েছেন। ৫ নং ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। এর মধ্যে সর্বাধিক ২৩শ’২০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মোল্যা। তার নিকতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবী প্রতিকের আমির হোসেন গোলদার পেয়েছেন ১৭শ’ ৮০ ভোট। এছাড়া কাজী মশিয়ার রহমান (ডালিম প্রতিক) ৮শ৩১ ভোট, আক্তার উদ্দিন (টেবিল ল্যাম্প প্রতিক) ৭৬ ভোট পেয়েছেন। ৬ নং ওয়ার্ডটিতে ৮ জন কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। এর মধ্যে সর্বাধিক ১২শ’২০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ডালিম প্রতিকের জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতিকের বায়েজিদ হোসেন পেয়েছেন ৬শ’ ৭৫ ভোট। এছাড়া ইমরান সরোয়ার (পানির বোতল প্রতিক) ৩শ’২৮ ভোট, এম ছামাদ খান (পাঞ্জাবী প্রতিক) ১শ’ ৭৬ ভোট, মোকাররম শেখ (টেবিল ল্যাম্প প্রতিক) ৪৬ ভোট, মোস্তাক হোসেন (গাজর প্রতিক) ৪শ’৫৪ ভোট, লুৎফর রহমান বিশ্বাস (ব্রিজ প্রতিক ৫শ’ ২৬ ভোট, সম্রাট হোসেন (বøাক বোর্ড প্রতিক) ১শ’৪৪ ভোট পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে মাঠে নামে। এর মধ্যে সর্বাধিক ১২ শ’৮৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উটপাখি প্রতিকের রেজাউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতিকের মুন্সি মাজেদ পেয়েছেন ৫ শ’৩৯ ভোট। এছাড়া আকরাম হোসেন ফারাজী (গাজর প্রতিক ২শ’৯৮ ভোট, জোবায়ের বিশ্বাস (ব্লাকবোর্ড প্রতিক) ৭১ ভোট, বুলবুল আহম্মেদ হান্নান (ব্রিজ প্রতিক) ২শ’৩১ ভোট, মোজাফ্ফার হোসেন (ফাইল কেবিনেট প্রতিক ) ৬৩ ভোট, রিফাত হোসেন (পাঞ্জাবী প্রতিক) ৮৫ ভোট, সাগর গাজী (ডালিম প্রতিক) ২০ ভোট, সরদার মশিয়ার রহমান (টেবিল ল্যাম্প প্রতিক) ১শ’ ১৯ ভোট পেয়েছেন। ৮ নং ওয়ার্ডটিতে পাঁচজন কাউন্সিলর প্রার্থী ভোটের যুদ্ধে অংশ নেয়। এর মধ্যে সর্বাধিক ১৫শ’ ৭৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উটপাখি প্রতিকের বিপুল শেখ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ল্যাম্প প্রতিকের আসাদ বিশ্বাস পেয়েছেন ১ হাজার ৩১ ভোট। এছাড়া আয়াতুল্লাহ খোমিনী (পাঞ্জাবী প্রতিক) ১শ’ ৫ ভোট, মুজিবর রহমান (পানির বোতল প্রতিক) ৯ শ’ ৪৮ ভোট, রজিবুল ইসলাম (ডালিম প্রতিক) ৭ ভোট পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে পৌরসভার সর্বশেষ এ ওয়ার্ডটিতে ভোট যুদ্ধে অংশ গ্রহন করে ৬ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে সর্বাধিক ১২শ’ ৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন টেবিল ল্যাম্প প্রতিকের মিজানুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবী প্রতিকের সমশেদ আলম পেয়েছেন ৪শ’১৮ ভোট। এছাড়া এনামুল হক (উটপাখি প্রতিক) ২শ’২৮ ভোট, আব্দুল গফ্ফার তরফদার ( ডালিম প্রতিক) ৭৩ ভোট, খায়রুল সর্দার (গাজর প্রতিক) ৩ ভোট, শফিকুল ইসলাম (পানির বোতল প্রতিক) ১১ ভোট।
উল্লেখ্য, এ ওয়ার্ডটিতে গাজর প্রতিকের খায়রুল সর্দার টেবিল ল্যাম্প প্রতিকের মিজানুর রহমানকে সমর্থন ঘোষণা করেছিলেন বলে জানাগেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *