Type to search

নওয়াপাড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাম্যবাদি আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

অন্যান্য

নওয়াপাড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাম্যবাদি আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

অভাবীদের রেশনের দাবি

নওয়াপাড়া অফিস: তেল,চাল, ডাল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিল্প বাণিজ্য বন্দর নগরী নওয়াপাড়ার হাইস্কুল গেট এলাকায় বাংলাদেশ সাম্যবাদি আন্দোলনের আয়োজনে শনিবার বিকালে মানববন্ধন অনিুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী সময়ে অনুষ্ঠিত মানববন্ধনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, কৃষক নেতা মান্দার বিশ^াস, কৃষ্ণ কুমার, মানিক শেখ, শ্রমিক নেতা রিপন গাজী, ছাত্র নেতা পলাশ, চিন্ময় বিশ^াস, জয়বেদ দাস , মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন ভোজ্য তেল, চাল,ডাল, সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নি¤œবৃত্ত ও নি¤œমধ্য বৃত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই মহূর্তে তাদের রেশনের আওতায় এনে কমমূল্যে পন্য সরবরাহ করতে হবে। তা না হলে জনগন সম্পৃক্ত করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।