Type to search

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

 

অপরাজেয় বাংলা ডেক্স : গুমোট গরম সরিয়ে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্নস্থানে ঝরছে স্বস্তির বৃষ্টি। আজও ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। বিকালের দিকে ঢাকা বিভাগসহ আশপাশের এলাকাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কিছু কিছু এলাকায় এখনই বৃষ্টি হচ্ছে। যেমন- বরিশাল, বরগুনা, নোয়াখালী ও চট্টগ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও রংপুরের দিকেও একটু একটু বৃষ্টি হয়েছে। আবার বিকালের দিকেও হতে পারে। ঢাকায় বিকালের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ভোর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা হয়ে আছে। কোথাও কোথাও হয়ে গেছে বৃষ্টি। বিকালের পর যেকোনও সময় ঢাকাসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরে ৬৭ মিলিমিটার। এর বাইরে দিনাজপুরে ২০, সৈয়দপুরে ৩০, তেঁতুলিয়ায় ৩১, ডিমলায় ৩০, রাজারহাটে ৫১, মোংলায় ৯, যশোরে ২৮, বরিশালে ৮, পটুয়াখালীতে ২, খেপুপাড়ায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬ দশমিক ৩, ময়মনসিংহে ৩৪ দশমিক ৪, চট্টগ্রামে ৩৪, সিলেটে ৩৪, রাজশাহীতে ৩৩ দশমিক ৫, রংপুরে ৩১ দশমিক ৭, খুলনায় ৩১ দশমিক ৮ এবং বরিশালে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সূত্র,বাংলাট্রিবিউন