Type to search

দুর্নীতি মামলায় বিএনপি নেতা মীর নাছিরের জামিন

আইন কানুন জাতীয়

দুর্নীতি মামলায় বিএনপি নেতা মীর নাছিরের জামিন

অপরাজেয় বাংলা ডেক্স

দুদকের দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে জামিন দিয়েছে আপিল বিভাগ।

 

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে গত ৮ই নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন মীর নাছির। ওই দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তাঁর ছেলে মীর হেলালের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত মীর নাসিরকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে মীর নাসির ও মীর হেলাল হাইকোর্টে পৃথক আপিল করেন। ২০১০ সালের আগস্টে হাইকোর্ট মীর নাসির ও মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। শুনানি নিয়ে ২০১৪ সালের ৩ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করলে পুনরায় জামিন আবেদন করেন মীর নাসির।

সূত্র, DBC বাংলা