Type to search

টেকনাফের সৈকতে পড়ে ছিল মৃত তিমি

জেলার সংবাদ

টেকনাফের সৈকতে পড়ে ছিল মৃত তিমি

স্থানীয় জেলে মুফিদ আলম বলেন, বুধবার রাতে তিমিটি ভেসে আসে। তখন এটির শরীর রক্তাক্ত ছিল। ধারণা করা হচ্ছে, সাগরে জেলের জাল বা জাহাজের আঘাতে তিমিটির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির তিমিটি সৈকতে পড়ে আছে। পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছে। রাতে ইউএনও পারভেজ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিনসহ বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী বলেন, ভেসে আসা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দু-এক দিনের মধ্যে জানা যাবে।

‍এ প্রসঙ্গে ইউএনও পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিরল প্রজাতির একটি তিমি ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পচন ধরে দুর্গন্ধ ছড়ানোর কারণে পুঁতে ফেলার ব্যবস্থা করা হয়েছে। পুঁতে ফেলার জন্য বাহারছড়া ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

বাহারছড়ার ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, রাতে জোয়ার আসায় শনিবার ভোররাত তিনটা থেকে ভোর সাড়ে পাঁচটার মধ্যে সৈকতের একই স্থানে গর্ত খুঁড়ে তিমিটি পুঁতে ফেলা হয়। ২০ শ্রমিক মিলে এ কাজ করেন।সূত্র,প্রথমআলো