Type to search

ঝিকরগাছা উপজেলায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছা

ঝিকরগাছা উপজেলায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে নারীর ক্ষমতায়নে সরকারি কর্মকর্তাদের সাথে উই প্রকল্পের দলনেত্রীদের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, তথ্য আপা রোকসানা সুলতানা ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সংবাদকর্মী এমআর মাসুদ, তরিকুল ইসলাম, আফজাল হোসেন চাঁদ, উলাসী সৃজনী সংঘের রিজিওনাল কো অর্ডিনেটর কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাসনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নারগীস আকতার, সোনিয়া বিশ্বাস, ফয়জুল ইসলাম, নারী উদ্যোক্তা নাসরিন সুলতানা সহ আরো অনেকে। উল্লেখ্য অনুষ্ঠানের কর্মশালায় নারীর ক্ষমতায়নে নানাদিক তুলে ধরে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।