Type to search

ঝিকরগাছায় শিক্ষার্থীদের মোবাইল একাউন্টের উপবৃত্তির টাকা উধাও : দায় নিতে চাই না কেউ

ঝিকরগাছা

ঝিকরগাছায় শিক্ষার্থীদের মোবাইল একাউন্টের উপবৃত্তির টাকা উধাও : দায় নিতে চাই না কেউ

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা ॥

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের কেউ কেউ এখন উপবৃত্তির টাকা পায়নি। মাঝখান থেকে অন্য কেউ উঠিয়ে নিয়ে গেছে সেই টাকা। এ ঘটনা নিয়ে একাধিক বার নগদ কোম্পানি অথবা স্কুল কতৃপক্ষকে অভিযোগ জানালেও কেউ ভুক্তভোগীর সহায়তায় এগিয়ে আসেনি। কয়েকদিন পূর্বে শিক্ষার্থীদের উপবৃত্তির ২ কিস্তির টাকা একসাথে তাদের অভিভাবকের মোবাইল একাউন্টে সরকারি ভাবে প্রদান করা হয় এবং যাদের একাউন্ট স্কুল থেকে খুলে দেয়া হয়েছিল তাদের একাউন্ট স্তব্ধ করে রাখা হয়েছে। আর এই স্তব্ধ একাউন্ট থেকেই হ্যাকাররা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলে নিয়েছে। কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ সোহেল আজম নামের একজন অভিভাবক জানান, তার ছেলে শেখ তাহসিফ মাহির ১ম শ্রেণির ছাত্র। ছেলের উপবৃত্তির টাকা মোবাইলে এসেছে শুনে তিনি তার ০১৮৩১-০৯৫২৪৬নং এর নগদ একাউন্ট থেকে টাকা তুলতে গেলে দেখতে পাই একাউন্ট লক হয়ে আছে। একাউন্ট চালু করতে যশোর পোস্ট অফিসের নগদ সেবা ২নং কাউন্টারে গেলে তখন তারা আজমের নিকট থেকে যথাযথ প্রমাণ নিয়ে একটি পাসওয়ার্ড প্রদান করে। পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করে দেখে ব্যালেন্সে এক টাকাও নেই। গত ২১/৭/২২ ইং তারিখ ০১৯০৬-৪৯৩৯০২ এজেন্ট নং থেকে ১৪৫০ টাকা ক্যাশ আউট করে নিয়েছে। পাসওয়ার্ড না থাকায় লক করা একাউন্ট থেকে কিভাবে টাকা উঠানো হলো এই প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে দায়িত্বরত ব্যক্তি তাকে বলেন, আপনি একটা অভিযোগ করে যান। হয়তো মঙ্গলবার আপনার টাকা আবার ফেরত আসতে পারে। তিনি বলেন, এই টাকা আত্মসাৎের ঘটনার সাথে কোম্পানির লোক জড়িত বলে আমার ধারণা। নয়তো আমার একাউন্টে টাকা আছে সেটা অন্যলোক কিভাবে জানবে বা উঠিয়ে নেওয়া টাকা কিভাবে ফেরত আসবে? পুনরায় কে দেবে এই টাকা ! পৌর সদরের কৃষ্ণনগরের মুসলিমা, মোবারকপুরের রেহেনা, কীর্তিপুরের বিলকিস এরকম আরও অন্তত ২০-২৫জন একই অভিযোগ করেন যে তাদের বন্ধ একাউন্ট নগদের কাছ থেকে পিন সংগ্রহ করে খুলে দেখা গেছে তাতে টাকা কোনো নেই। কেউ সেই টাকা ২১ জুলাই উঠিয়ে নিয়েছে। এমনই ঘটনাকে কেন্দ্র করে আবু সাঈদ নামের একজনের টাকা তুলে নেওয়ার পর তিনি কয়েক জায়গায় অভিযোগ করার পর তার একাউন্টে আবার টাকা আসার ঘটনা ঘটেছে। বাচ্চাদের উপবৃত্তির টাকা এভাবে উধাও করে নেওয়ার ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকমহল। এব্যপারে জানতে নগদের জনসংযোগ কর্মকর্তা দেবব্রত মুখার্জির সাথে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।