Type to search

ঝিকরগাছায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

ঝিকরগাছা

ঝিকরগাছায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজের প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ২০২২-২৩ আর্থিক সালের প্রযুক্তি গ্রহিতা চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা পরিষদের মুক্তমঞ্চের সামনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়’র বাস্তবায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, মৎস্য সম্প্রসারণ অফিসার সত্যজিৎ সানা, ক্ষেত্র সহকারী রুহুল কুদ্দুস সহ আরো অনেকে।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের সিআইসি কমিটির ১জন মহিলা সদস্যদের মাঝে ১০ কেজি মাছের খাবার ও ৫হাজার পিচ দেশীয় প্রজাতির শিং ও মাগুর মাছের পোনা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *