Type to search

ঝিকরগাছায় জলবায়ু সহিষ্ণু মাছ চাষ প্রদর্শনী মৎস্য চাষের উপকরণ বিতরণ

ঝিকরগাছা

ঝিকরগাছায় জলবায়ু সহিষ্ণু মাছ চাষ প্রদর্শনী মৎস্য চাষের উপকরণ বিতরণ

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় জলবায়ু সহিষ্ণু মাছ চাষ প্রদর্শনী অনুষ্ঠানে ৮জন মৎস্য খামারীর মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার সময় পৌরসদরের পুরন্দুর পুরের মৎস্য বীজ উৎপাদন খামার (পাঁচপুকুর) এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক প্রসেনজিৎ দেবনাথ, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। এসময় উপস্থিত ছিলেন গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কার্প মিশ্রচাষের চাষি রফিকুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া একক চাষের তরিকুল ইসলাম, ইসরাফিল হোসেন, কাগমারী গ্রামের পাঙ্গাঁস চাষি জহুরুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের পাঙ্গাঁস চাষি জসীম উদ্দীন, কার্প মিশ্রচাষের চাষি সাহাবুর রহমান, গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ভায়নার খাল (পোল্ডার-১, কৃষ্ণচন্দ্রপুর স্লুইচ গেট হইতে কাকলেমারী ব্রীজ ও রাধানগর গ্রামের ভায়নার খাল (পোল্ডার-২, কাকলেমারী ব্রীজ হইতে খাসখালী স্লুইচ গেট) এর সদস্যবৃন্দ।