Type to search

জাল জামিনে ১৭ বছর মুক্ত জীবনে

আইন ও আদালত

জাল জামিনে ১৭ বছর মুক্ত জীবনে

ছবি: সংগৃহীত

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আরেকটি হেরোইন মামলা হয়েছিল। সেই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। কিন্তু কোনো জামিনাদেশ দেখাতে পারেননি। এর পরই তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর চলতি বছর জামিন চান হাইকোর্টে। বেরিয়ে পড়ে থলের বেড়াল। বিস্ময় প্রকাশ করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দুই বিচারপতিও। তারা দেখতে পান, হাইকোর্টের কোনো ধরনের রায় বা আদেশ ছাড়াই জাল জামিনাদেশ তৈরি করে মুক্তি পেয়েছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই তিন আসামি। এরা হলেন—গোলাম মোস্তফা, আবু বকর ও জালালউদ্দিন। তিন জনই বর্তমানে কারাগারে রয়েছেন।সূত্র, দৈনিক ইত্তেফাক