জনতার মুখোমুখি নড়াইলের মেয়র প্রার্থীরা

অপরাজেয় বাংলা ডেক্স
নড়াইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে আশা আকাঙ্ক্ষাসহ নানা প্রশ্ন। নির্বাচিত হলে জনপ্রত্যাশা পূরণে কী ভূমিকা রাখবেন তা ভোটের আগেই জানিয়েছেন চার মেয়র প্রার্থী। তারা জানিয়েছেন বদলে দেবেন নাকি বদলে যাবেন।
‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রার্থীরা জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত সাতটার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশ্নের জবাব দেন মেয়র প্রার্থী আওয়ামী লীগের আনজুমান আরা, বিএনপির মো. জুলফিকার আলী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা খায়রুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী মো. সরদার আলমগীর হোসেন।
বদলে দিবেন, নাকি বদলে যাবেন? কেমন পৌরসভা দেখতে চান? সেইসাথে মেয়র প্রার্থীদের সামনে উপস্থাপন করা হয় পৌরসভার নয়টি ওয়ার্ডের নানা সমস্যার কথা। মেহজাবিন হেলেন, উম্মে হাবিবা, মো. সাজেদুর রহমান এবং জসিম উদ্দীন চমৎকারভাবে এ প্রশ্নগুলো উপস্থাপন করেন মেয়র প্রার্থীদের সামনে।
পরে অনুষ্ঠানে উপস্থিত জনতাও প্রশ্ন করেন মেয়র প্রার্থীদের। তাদের প্রশ্নে উঠে আসে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ, এক রাস্তার জলা শহরে যানজট নিরসন, পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনসহ নানা বিষয়।
এরপর একে একে মেয়র প্রার্থীরা সব প্রশ্নের উত্তর দেন। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন। তারা মেয়র নির্বাচিত হলে সকল প্রতিশ্রুতি পূরণ করবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। তিনি চলো পাল্টাই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দীনসহ মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সূত্র, সুবর্ণভূমি