Type to search

চৌগাছা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী  বিপুল ভোটে বিজয়

অন্যান্য

চৌগাছা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী  বিপুল ভোটে বিজয়

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনিত নৌকা মার্কার প্রার্থী নূর উদ্দিন আল-মামুন (হিমেল) বিপুল ভোটে বিজয় হয়েছে। ১৪ ই ফের্রুয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনিত আবারও পৌর মেয়র নির্বাচিত হয়েছে নৌকা মার্কায় প্রার্থী নূর  উদ্দিন আর-মামুন হিমেল ৬৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকট প্রতিদ্ব›দ্ধী প্রাথী হলেন স্বতন্ত্র প্রার্থী  কামল আহমেদ ভোট পেয়েছে ২৯৭৬ জগ মার্কা,বিএন পির থকে আব্দুল হালিম ১৩৬৯ ধানের শীষ মার্কা, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিহাব উদ্দিন ৭৪৪ হাতপাখা মার্কা ভোট পেয়ে পরাজিত হয়েছেন।সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হন ১নং মোছা ফাতেমা ১৫০৯ আনারষ মার্কা ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,২নং জোছনা খাতুন চশমা মার্কা ১৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,৩নং জহুরা খাতুন চশমা মার্কা ১৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হন ১নং ওয়ার্ড আনিচুর রহমান পানির বোতল মার্কা ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,২নং ওয়ার্ড শাহিদুল ইসলাম উট পাখি মার্কা ৬৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন,৩নং ওয়ার্ড সোহেল রানা উজ্জল টেবিল ল্যাম্প মার্কা ৮৩০ ভোট পেয়ে নির্বাচিত হন,৪নং ওয়ার্ড সিদ্দিকুর রহমান উটপাখি মার্কা ৭৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন,৫নং ওয়ার্ড গোলাম মোস্তফা পানির বোতল মার্কা ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন,৬নং ওয়ার্ডে আতিয়ার রহমান ৮৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন,৭নং ওয়ার্ডে রুহুল আমিন টেবিল ল্যাম্প মার্কা ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন,৮নং ওয়ার্ডে মোঃ শাহিন পাঞ্জাবি মার্কা ৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন,৯নং আনিচুর রহমান টেবিল ল্যাম্প মার্কা ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন।