Type to search

চৌগাছা থানা পুলিশের দেওয়া উপহারের বাড়ি পেলেন গৃহহীন আদীবাসী চন্দনা রানী সরর্দার

চৌগাছা

চৌগাছা থানা পুলিশের দেওয়া উপহারের বাড়ি পেলেন গৃহহীন আদীবাসী চন্দনা রানী সরর্দার

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ

বাংলাদেশর স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশ কর্তৃক দুটি মানবিক উদ্যোগ গৃহীত হয়। যার প্রথমটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্র্ষিকী উপলক্ষে মুজিববর্ষে প্রতিটি থানায় ১টি করে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাাপন ও দ্বিতীয়টি হলো অসহায় নাগরিকের জন্য গৃহ নির্মাণ।বাংলাদেশে পুরিশ কর্তৃক দেশের প্রতিটি থানায় নারী ,শিশু,বয়স্ক ,ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে। আর গৃহহীনদের জন্য গৃহ নির্মণ উদ্যোগে অধীনে প্রথম পর্যায় ৪০০ জন গৃহহীন ও অসহায় হতদরিদ্র নাগরিকের আধুনিক সুবিধা সম্পন্য পরিবেশবন্ধব টেশসই বাড়ি তৈরি করে দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ অংশ হিসাবে যশোর জেলা চৌগাছা থানা গৃহহীন এক পরিবারের বাড়ি তৈরী দেন ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে এক যোগে ভার্চুয়ালী এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষনা করেন। এই উপলক্ষে গণভবনের অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালী চৌগাছা খানা থেকে যোগদানে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজের তত্ববধায়নে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক ইয়াছিন আলী চৌধরী , যশোর জেলা পরিষদের সদস্য তৌহিদুর রহমান তৌহিদ,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,মাস্টার সিরাজুল ইসলাম,শাহিনুর রহমান শাহিন,ওবায়দুর রহমান সবুজ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হবিবর রহমান খান,এস আই বিকাশ চন্দ্র সরকার,এস আই আতিকুর রহমান,এস আই বাচ্চু শেখ,এসআই বিল্পব সরকার,নারী এস আই জারফিন খাতুন,এ এস আই মিজানুর রহমান,শুভেন্দু কুমার পাল,বাবুল আক্তার,সুমোন হোসেন,সাইদুর রহমান।অনুষ্ঠান শেষে নতুন ভবন নারী ,শিশু ,বষস্ক,প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক শুভ উদ্বোধন ও গৃহহীন আদিবাসী চন্দনা রানী সরর্দারের জমির দলিল এবং ঘড় হস্তান্তর করেন।