Type to search

চৌগাছায় মহান স্বাধীনতা দিবস যথায্যেগ্য মর্যদায় পালিত হয়

চৌগাছা

চৌগাছায় মহান স্বাধীনতা দিবস যথায্যেগ্য মর্যদায় পালিত হয়

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা শুরু হয়।এর পর সকাল ৬.৩০ মি জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮টায় মুক্তিনগরে স্বৃতি সৌধ,মশিউর নগর স্বুতি সৌধ,বিজয়স্তম্ব,মুক্তিযোদ্ধা কমপ্লেক্্রভবন,ভাস্কর্য মোড়ে বঙ্গবন্ধু মোড়ালে পুস্পস্তব অর্পন করেন উপজেলা প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসধ,চৌগাছা থানা ,আওয়ামী,যুবরীগ,স্বেচছাসেবক লীগ,ছাত্র লীগ,চৌগাছা প্রেসকøাব,পল্লিবিদ্যুৎ সমিতি,চৌগাছা পাবলিক লাইব্রেরী,বাজার ব্যবসায়ংী সমিতি,সরকারী কলেজ,মৃধাপাড়া মহিলা কলেজ,এস এম হাবিবুর রহমান পৌর কলেজ,সরকারী শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়,কুষক লীগ,মৎস্য জিবী লীগ,সহ সরকারী ও সেসরকারী প্রতিষ্ঠান শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি পুস্পস্তবক অপর্ণ করেন ।এর পর শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার
ইরুফা সুলতানার সভাপতিত্বে কঢ়ুকাওয়াচ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে সকাল ১১ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা
প্রশাসনর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান,বিশেষ অতিথি হিসাবে ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ,কৃষি অফিসার সমরেন বিশ্বাস,প্রাণী সম্পাদ অফিসার প্রভাষ চন্দ্র গোস্বামী বক্তব্য রাখেন। বিকাল ৩ টায় বীর মুক্তিযোদ্ধাদের খেলা ও পুরুষ ও মহিরাদের ক্রীয়া অনুষ্ঠান ও প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬ টায় মনেজ্ঞ সাস্কৃতি অনুষ্ঠানে সহ উভায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহ-কারী অধ্যাপক শাহনুর রহমান,উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান,উপজেলা ভ্ইাস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়,মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি,পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল,চৌগাছা থানার অফিসর ইনচার্জ সাইফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস,শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান রহমান ,,জনস্বাস্ব্য অফিসার ফেরদোসী খাতুন,মৎস্য অফিসার হরিদাশ দেব নাথ,প্ররকল্পবাস্তবায়ন অফিসার ইশতিয়াক ফিসার উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম,পেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত,উপজেলা স্বেচছাসেবক লীগের সহ-সভাপতি আবু সাইদ মানিক,যুগ্ন –সম্পাদক আহসান হাবিব বাবু, পৌর স্বেচছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন সহ বীরমুক্তিযোদ্ধা গণ,সাংবাধীক,জনপ্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।