Type to search

চৌগাছায় বিশেষ ওএমএস পরিদর্শনে খাদ্য বিভাগ

চৌগাছা

চৌগাছায় বিশেষ ওএমএস পরিদর্শনে খাদ্য বিভাগ

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছায় করোনা ভাইরাস চলমান সংক্রমনের কারনে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের সহায়তা প্রদানের জন্য শুরু হওয়া বিশেষ ওএমএস প্রকল্পের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা।
সোমবার চৌগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের পুরোনো থানার পাশে অবস্থিত ডিলার শেখ মঈনুল হাসান বাচ্চুর বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) পলাশ আহমেদ। এ সময় ডিলার শেখ মঈনুল হাসান বাচ্চু, ব্যবসায়ী জাহিদুল ইসলাম, ব্যবসায়ী হুসাইন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিলার শেখ মঈনুল হাসান বাচ্চু জানান, তার বিক্রয় কেন্দ্রে প্রতিদিন ৯০০ কেজি চাল ও ৬০০ কেজি আটা খোলা বাজারে কিনতে পারবেন সাধারণ মানুষ। প্রতিকেজি চাল ৩০টাকা ও প্রতিকেজি আটা ১৮ টাকা দরে একজন একদিনে ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে এই বিশেষ ওএমএস ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রি।