Type to search

চৌগাছায় অভান্তরীণ বোর ধান ও চাল সংগ্র শুভ উদ্ধোন

চৌগাছা

চৌগাছায় অভান্তরীণ বোর ধান ও চাল সংগ্র শুভ উদ্ধোন

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছায় কৃষকের কাছ থেকে অভান্তরীণ বোর ধান ও চাল সংগ্র শুভ উদ্ধোন হয়। ৯ মে  রবিবার সকাল ১০.৩০ মিঃ খাদ্য গুদাম নিজ কার্যলায় কৃষকের কাছ থেকে ধান সংগ্র করবেন ২৯৮২ মেট্রিক টন প্রতি কৃষক ৪০ কেজি শুরু করে ৩ মেট্রক টন দিতে পারবে।চাল সংগ্রহ কারেন মিলার কাছ থেকে১২৬৫
মেট্রিক টন সংগ্র করবে ৩৪জন মিলার কাছথেকে ।ধান ও চাল সংগ্র শুভ উদ্ধোন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা -–ঝিকরগাছা সদস্য যশোর-২ বীরমুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্তক আশরাফুজ্জামান লিটন,খাদ্য গুদামের ভার প্রাপ্তখাদ্য কর্মকতা পলাশ আহমেদ,কৃষি সম্প্রসারণ অফিসার আঃআদুল্ল্যাহ আর মামুন।উপজেলা অওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবুল,উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম,কাউন্সিলার আনিচুর রহমান,যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হামিদ মল্লিক,ছাত্র লীগের সভাপতি ইব্রহিম হোসাইন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *