Type to search

চৌগাছায় অবৈধভাবে সীমান্ত পারাপারে নারী-শিশুসহ আটক ১৬

চৌগাছা

চৌগাছায় অবৈধভাবে সীমান্ত পারাপারে নারী-শিশুসহ আটক ১৬

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় আন্দুলিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে
প্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের পাঁচপীরতলা (বিজিবি) সদস্যরা। রবিবার ৩১ জুলাই ভোরে আটকের পর দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
আন্দুলিয়া বিজিবির কোম্পানী পাঁচপীরতলা ক্যাম্পের হাবিলদার জিয়াউল হক বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে রবিবার চৌগাছা থানায় ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের ১১ (১) সি-ধারায় মামলা করেছেন। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারীরা হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাটি গ্রামের মৃত মিকাইল বিশ্বাসের মেয়ে কাজল বিশ্বাস (৪৫), ঝিকরগাছা উপজেলার কানাইরালী গ্রামের লাল্টু মিয়ার স্ত্রী রহিমা খাতুন (৩৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মৃত মুলামুদি মোল্যার ছেলে হাবিব মোল্যা (৭০), একই উপজেলার খোড়লিয়া গ্রামের আক্তার শেখের স্ত্রী মুক্তি শেখ (৪০), মহিরখোলা গ্রামের মফিজ খন্দকারের স্ত্রী মারুফা খাতুন (৩০), তার মেয়ে সুমাইয়া খন্দকার (১৪) ও সুরাইয়া খন্দকার (১৫), পেরুলী গ্রামের লিয়াকত মুন্সির স্ত্রী আকলীমা মুন্সি (৩০), ইলিয়াস হোসেনের ছেলে সোয়ালে (২৭), আব্দুল আলীর স্ত্রী সাবিনা শেখ (৫০), কক্সবাজার জেলার রামু উপজেলার নন্দাকালি গ্রামের সোয়ালের স্ত্রী পারভিনা আক্তার (২০), তার ছেলে আরমান (৬), মেয়ে নুরাইশা (৪) ও আর এক মেয়ে সাজিদা (১), একই উপজেলার নন্দাহালি গ্রামের
রিয়াজ হোসেনের স্ত্রী জান্নাত আরা (২০) ও তার মেয়ে সোহানা (১)।
মামলা সূত্রে জানা যায়, রবিবার ভোরে নিয়মিত টহলদলের বিজিবি সদস্যরা গোপনে খবর পান কিছু লোক বিনা পাসপোর্টে এ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বড়আন্দুলিয়ার পশ্চিম মাঠ দিয়ে ভারতের সীমান্ত পার হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য বিজিবির টহল দল চৌগাছা থানাধীন আন্দুলিয়া মেইন পিলার ৪৫ এর ৩ এস থেকে আনুমানিক ১.৫০ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে আন্দুলিয়া এলাকায় অবস্থান নেয়। ভোরে তাদেরকে দেখতে পায় বড়-আন্দুলিয়া মাঠের ভেতর তারা অবস্থান করছে। তারা
বিজিবির টহল দলের কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করলে তারা বাংলাদেশী নাগরিক বলে পরিচয় দেয়। তবে বিনা পাসপোর্টে ভারত থেকে তারা বাংলাদেশে এসেছে। অবৈধভাবে ভারত থেকে আসা নারী ও শিশুসহ মোট ১৬ জনকে
আটক করেন বিজিবি। পরে রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের ১১(১) সি ধারায় মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করেন ।
উল্লেখ্য ২২ জুলাই রাতে আন্দুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
সদস্যরা।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি তদন্ত ইয়াসিন আলম চৌধু বলেন, মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।