Type to search

চৌগাছার ৩৮ পরিবার পাচ্ছে মুজিবর্ষের জমি ও ঘর

চৌগাছা

চৌগাছার ৩৮ পরিবার পাচ্ছে মুজিবর্ষের জমি ও ঘর

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় গৃহহীন ও ভূমিহীন ৩৮ পরিবার পাচ্ছে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর।
বৃহস্পতিবার (২১জুলাই) সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে জেলার ২৬২ পরিবারের মধ্যে চৌগাছার এই ৩৮ পরিবারের কাছেও জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

জানা গেছে, উপজেলায় মোট ২৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর প্রদান করা হচ্ছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ২৫টি, ২য় পর্যায়ে ১০টি এবং ৩য় পর্যায়ের প্রথম ও ২য় ধাপে ৪৮টি পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ৩য় পর্যায়ের ৩য় ধাপে উপজেলার ৩৮ পরিবারের কাছে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি থেকে এই ঘর ও জমির দলিল প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, উপজেলায় ৩য় পর্যায়ের ৩য় ধাপে ৩৮টি পরিবারের কাছে বৃহস্পতিবার জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। তিনি বলেন ইতিমধ্যেই এসব ঘরের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।