Type to search

চৌগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চৌগাছা

চৌগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চৌগাছা অফিস (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুর সাড়ে ১১.০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুপুর ১২.০০ টায় উপজেলা প্রসাশনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার শওকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, প্রেসক্লাব সাংগঠন সম্পাদক শ্যামল দত্ত।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা আইসিটি অফিসার মোঃ আশরাফুল হক, উপজেলা পরিসংখ্যান অফিসার নাসরিন সুলতানা, উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোরশেদ আলম, উপজেলার রিসোর্স সেক্টরের ইন্সটেক্টর মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপজেলার সহকারী জনস্বাস্থ্য প্রকৌশ‌লী ফেরদৌস খাতুন প্রমুখ।

চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান ও সংগীত পরিবেশন করা হয়। শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন মিজানুর রহমান,প্রমিলা দেবী,আব্দুর রহমান, শওকত আলী,ইসমতআরা,দেলোয়ার হোসেন।

প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখতেন তা অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন,আমরা সর্বদা অতন্ত্র প্রহরীর ন্যায় প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করব।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, আমরা স্ব স্ব জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহযোগিতা করলে অচিরেই দেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *