Type to search

চৌগাছায় সার বেশি দামে বিক্রয় ও লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা

চৌগাছায় সার বেশি দামে বিক্রয় ও লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছায় কৃষি  সার বেশি দামে বিক্রয় ও লাইসেন্সবিহীন অবৈধভাবে সার ব্যবসা করায়, দুই স্যার ব্যবসায়ীকে জনের জরিমানা

শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ

চৌগাছায় কৃষি সার    বেশি দামে বিক্রয় করা ও লাইসেন্সবিহিত অবৈধভাবে সার বিক্রয় এবং বেয়াইন ভাবি পর্যাপ্ত সার মুজরা রাখায়  দিপু এন্টারপ্রাইজ ও রানী এন্টারপ্রাইজ ২ সার ব্যবসায়ীকে ৩০০০০/_হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১৪আগষ্ট) বেলা ১২টার সমায়  বেশি মূল্যে কৃষি সার বিক্রয় করা, বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা ও অবৈধভাবে কৃষি স্যার বেশি মজুদ করায় উপজেলা রোডে দীপূ
এন্টারপ্রাইজ প্রোভাইডার দীপু গাজী(৩৫) আজ থেকে ১০০০০/_হাজার টাকা ও চৌগাছা -যশোর  মেইন রোডে কোয়ারপাড়া নামক স্থানে রানি এন্টারপ্রাইজ প্রোভাইটার শাহাদ‍ৎ হোসেন (৪৫) কাছ থেকে ২০০০০/_হাজার টাকা জরিমানা  আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ( ভূমি)সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাশিম খান, সহকারি কৃষি কর্মকর্তা
সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *