Type to search

চৌগাছায় রুপা আমন ধান বৃদ্ধির লক্ষ্যে ৯২০ জন কৃষক বীজ ও সার পেল

চৌগাছা

চৌগাছায় রুপা আমন ধান বৃদ্ধির লক্ষ্যে ৯২০ জন কৃষক বীজ ও সার পেল

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় উপজেলা  ৯২০ জন কৃষক কৃষি প্রণোদন হিসেবে বীজ সার  পেল। বৃহস্পতিবার (৩০জুন)বেলা ১১টির সমায় উপজেলা কৃষি অফিসে হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে  রোপা আমন মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচি আওতায় ৯২০ জন কৃষকের মধ্যে প্রতি১ জন কৃষক পাবে রুপা আমন ধানের বীজ ৫ কেজি ও ডি এ পি সার ১০ কেজি, এম ও পি সার ১০ কেজি   । কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড, মুস্তানিছুর রহমান ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সমেরন বিশ্বাস, কৃষি সম্প্রসন অফিসার মিজানুর রহমান, অসিত অধিকারী,উদ্ভিদ সংরক্ষণ অফিসার সামিম খান, উপসহকারী কৃষি অফিসার তাপস বিশ্বাস, মুক্তার হোসেন, সাইফুল ইসলাম, চাঁদ আলী, রাশেদুল ইসলাম, তরিকুল ইসলাম, আমিনুর রহমান, বিশ্বজিৎ রায়, সহ কৃষক বিন্দু উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষি প্রদনা রুপা আমনের বীজ ও সার
আপে ধান উৎপাদনে বৃদ্ধি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *