Type to search

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহে উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চৌগাছা

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহে উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মদ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবার প্রতিপাদ্য বিষয়  নিরাপদ মাছ ভরবো
দেশ”বঙ্গবন্ধুর বাংলাদেশ”
শনিবার (২৩জুলাই) উপজেলা মৎস্য অফিসারের  কার্যালয় জাতীয় মৎস্য সপ্তাহ ২৩জূলাই থেকে ২৯জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপি মৎস্য সপ্তাহ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার ক্ষেত্র সহকারি মিজানুর রহমান, হারুন অর রশিদ, শৌভিক রায়, চৌগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, কার্যনির্বাহী সদস্য আল মামুন,রাহয়ান হোসেন, সাংবাদিক জাহিদ হাসান, সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন সমগ্র দেশের সাথে সামঞ্জস্য রেখে চৌগাছা উপজেলা মাছ চাষে সফলতা অর্জুন করেছেন। উপজেলা জলাশয় ৫৭৬৭.৮০ হেক্টর জমি। ২০২১-২০২২ সালে মাছ উৎপাদনে  ১৮৫১৮,১৫ মেট্রিক টন , উপজেলা মাছের চাহিদা  ৫০৩৭ মেট্রিক টন।মাছ উৎপাদনে চৌগাছা উপজেলা সফল বর্তমানে উপজেলায় মানুষের চাহিদা পূরণ করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। মাছের আমিষের চাহিদা সফল অর্জুন হয়েছে। উপজেল  মৎস্য অফিস থেকে মৎস্য চাষিরা প্রশিক্ষণ নিয়ে পুকুরের মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড়ে সবজি চাষের একই খরচে বহূমুখী চাষ ও উপজেলা  মাছ চাষ স্বয়াংসম্পুণ ।