Type to search

চট্টগ্রামে বন্ধ হচ্ছে সব সিনেমা হল

বিনোদন

চট্টগ্রামে বন্ধ হচ্ছে সব সিনেমা হল

 

অপরাজেয় বাংলা ডেক্স : নতুন করে আবার পৃথিবীকে অশান্ত করে তুলেছে জায়ান্ট ভাইরাস কোভিড-১৯। বাংলাদেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে বন্দর নগরী চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ।

সংক্রমণের হার ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসন নানা উদ্যোগ হাতে নিয়েছে। তার অংশ হিসেবে জেলার সব সিনেমা হল বন্ধ রাখার নিদের্শ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

জারি করা ওই বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়েছে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত আপাতত সকল সিনেমা হল বন্ধ রাখতে হবে।

সিনেমা হল ছাড়াও জেলার সকল বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট, মেলা ইত্যাদির আয়োজন ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের রোধে গত বছরের ১৮ মে থেকে সারা দেশের সিনেমা হল বন্ধ রাখতে নির্দেশ দেয় সরকার। হল বন্ধের সাত মাস পর দেশের সব সিনেমা হল স্বাস্থ্যবিধি মেনে খোলার অনুমতি দেয় তথ্যমন্ত্রণালয়।সূত্র, jagonews24.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *