Type to search

ঘূর্ণিঝড় ইয়াসে: অস্বাভাবিক জোয়ারে প্লাবিত উপকূলের বিভিন্ন এলাকা

জাতীয় জেলার সংবাদ বাংলাদেশ

ঘূর্ণিঝড় ইয়াসে: অস্বাভাবিক জোয়ারে প্লাবিত উপকূলের বিভিন্ন এলাকা

অপরাজেয়বাংলা ডেক্স : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এরইমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে বইছে ঝোড়ো বাতাস। কখনো হাল্কা অথবা মাঝারি বৃষ্টি হচ্ছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নিচু এলাকা এবং বিভিন্ন চরাঞ্চল।  

পানির প্রবল তোড়ে কোথাও কোথাও বেঁড়িবাধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে। ভোলা, পটুয়াখালী, বরগুনার নিচু এলাকা ও চরাঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। ইয়াসের প্রভাবে বরগুনার পায়রা, বিশখালী ও বলেশ্বর নদের পানি বিপদসীমার ওপরে বইছে। পাথরঘাটার বলেশ্বর নদের তীরের পদ্মা গ্রামে বাঁধ উপচে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।

ভোলায় ঝোড়ো হাওয়ায় অনেক স্থানে গাছপালা উপড়ে পড়েছে। লালমোহনে গাছচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

এছাড়া, মেঘনার তুলাতলী এলাকায় ঝড়ে একটি ট্রলার ডুবে গেলেও সব যাত্রীকে উদ্ধার করেছে জেলেরা। ভোলার চরফ্যাশন, ঢালচর, চর পাতিলা ও চর কুকরি-মুকরিসহ অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরসহ কয়েকটি এলাকায় ভাঙা বেড়িবাধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে।সূত্র,ডিবিসি নিউজ