Type to search

ঘরের ভিতর তিনদিন ধরে ঝুলছিল লাশটি

অভয়নগর

ঘরের ভিতর তিনদিন ধরে ঝুলছিল লাশটি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি:
স্বপ্ন কোনদিন পুরন হবে না। আর বাঁচতে ইচ্ছা হয় না। আমার লাশটা যেন ময়না তদন্ত করা না হয়। এ কথাগুলো লিখে আত্বহত্যা করেছে এক কলেজ ছাত্র। গতকাল শনিবার বিকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত কলেজ
যশোরের অভয়নগর উপজেলায় এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার সমশপুর গ্রামে নিজঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ্এরআগে গত বৃহস্পতিবার রাতে তিনি ঘরের ভিতর সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ওই যুবকের নাম সোহানুর রহমান প্রান্ত(২৫)।সে উপজেলার সমশপুর গ্রামের হাবিবুর রহমানের পূত্র। তিনি খুলনা সরকারি ব্রজলাল কলেজে ম্যাজেমেন্ট বিষয়ে চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি উপজেলার নওয়াপাড়া বাজারে একটি মোবাইলের দোকানে কর্মচারী(মোবাইল বিক্রেতা) হিসেবে কর্মরত ছিলেন। আত্মহত্যার আগে সে মাবা-মায়ের কাছে একটি আবেগঘন চিরকুট লিখে গেছে।
জানা গেছে গত বৃহস্পতিবার রাতে তিনি ঘরের ভিতর সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। গত বুধবার তার বাবা-মা তার নানা বাড়িতে যান। গতকাল শনিবার সকালে দোকানে আসতে দেরী দেখে দোকান মালিক তার মোবাইলে ফোন দেয়। সাড়া না পেয়ে তার বন্ধু ইমনকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। ইমন তার বাড়িতে গিয়ে ঘর বন্ধ দেখে তার মা-বাবাসহ অন্যদেও ফোন দেয়। এরপর প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাকে ঘরেরমধ্যে ঝুলতে দেখে।এরপর তারা মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেয়।
জানা গেছে, আত্মহত্যার আগে সে মাবা-মায়ের কাছে একটি আবেগঘন চিরকুট লিখে গেছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, দ্বিতীয় বর্ষে তার দুইটি বিষয়ে ফেল হয়েছে। তৃতীয় বর্ষে দুইটি বিষয়ে সে খারাপ করেছে। চতুর্থ বর্ষে এতগুলোবিষয়ের চাপ তিনি নিতে পারবেন না। এছাড়া তিনি মা-বাবা ও ছোট ভাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। টাকা ধার করে তিনি একটা মোটরসাইকেল কিনেছেন। যা আজও শোধ করতে পারেননি। শারিরীক অসুস্থতার জন্য তার পক্ষে ভারী কাজ করাও সম্ভব না।আবার অর্থসংকটের জন্য তার পক্ষে বিদেশে যাওয়াও সম্ভবপর না। ফলে তার স্বপ্ন পূরণ হওয়ার নয়। এভাবে মা-বাবার কাছে হতাশা প্রকাশ করে তিনি আত্মহত্যা করেন।
জানতে চাইলে হাবিবুর রহমান বলেন,‘গত বুধবার সোহানের মাকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাই। বাড়িতে সোহান একাই ছিল। আজ(গতকাল) বেলা সাড়ে ১১ টার দিকে জানতে পারি সোহান আত্মহত্যা করেছে।’
অভয়নগর থানার পরিদর্শক(তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন,‘ প্রাথমিকভাবে মনে হচ্ছে ডিপ্রেসন থেকে সোহান সিলিঙফ্যানেরসাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। মরদেহটি ফুলে গেছে। চিরকুটে সে পোস্টমর্টেম করতে না বলায় তা করা হয়নি।’