Type to search

গোরস্তানে সংসার

খুলনা

গোরস্তানে সংসার

অপরাজেয় বাংলা ডেক্স  : পাইকগাছায় আল-মামুন গাজী নামে এক ভ্যান চালক পরিবার পরিজন নিয়ে গত ১৫ বছর ধরে গোরস্তানে সংসার পরিচালনা করছেন। কোন জায়গা-জমি না থাকায় কবরস্তানের একশতক জমিতেই শেষ আশ্রয় হয়েছে তার।
তবে মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। শনিবার (১৪ নভেম্বর) তিনি ওই ভ্যান চালকের আশ্রয়স্থলে যান এবং বসবাসের সুব্যবস্থা করার আশ্বাস দেন।
মামুন পাইকগাছা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বান্দিকাটী গ্রামের মৃত আব্দুর রহিম গাজী ছেলে। দরিদ্র পরিবারে জন্ম হলেও মামুনদের পারিবারিকভাবে পৈত্রিক ভিটা ও কিছু জায়গা জমি ছিল। পিতা জীবিত থাকতেই পারিবারিক সকল সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় মামুনকে। সেই থেকে স্ত্রী ও তিন সন্তান নিয়ে পারিবারিক কবরস্তানের এক শতক জায়গার ওপর একটি খুপড়ি ঘর তৈরি করে বসবাস করছেন মামুন। তার মানবেতর জীবন যাপনের খবর পেয়ে শনিবার ওই পরিবারকে দেখতে যান পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় তিনি তাদের খোঁজখবর নেন।
এসময় মামুন বলেন, ‘আমি ভ্যান চালিয়ে কোন রকমে সংসার চালাচ্ছি। জমি কেনার সামর্থ্য আমার নেই। যে কারণে গোরস্তানের এক কোনায় সংসার পেতেছি। অল্প জায়গার মধ্যে থাকা, খাওয়া ও বাথরুমসহ প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করতে হয়। এভাবে কোন মানুষ বসবাস করতে পারে না। অনেকটা নিরুপায় হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। শুনেছি মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের ঘর নাই, তাদের পাঁকা ঘর তৈরি করে দিচ্ছে। এমন একটি ঘর তৈরি করে দিলে শেষ জীবনে পরিবার পরিজন নিয়ে একটু শান্তিতে বসবাস করতে পারতাম।’
সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘মামুন যেখানে বসবাস করছে সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। দেখে মনে হয়েছে সত্যিই মামুন ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। প্রকৃতপক্ষে সে ভূমিহীন কিনা সেটা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। সে যদি ভূমিহীন হয়ে থাকে তাহলে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এ কর্মসূচির আওতায় মামুনকে অন্তর্ভূক্ত করার উদ্যোগ নেয়া হবে।’

সূত্র, সুবর্ণভূমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *