Type to search

গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় দু’জনের কব্জি কেটে নিয়েছে মাদক বিক্রেতা

অপরাধ

গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় দু’জনের কব্জি কেটে নিয়েছে মাদক বিক্রেতা

অপরাজেয়বাংলা ডেক্স: প্রকাশ্যে গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় দু’জনের হাতের কব্জি কেটে নিয়েছে এক মাদক বিক্রেতা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ হামলাকারীকে আটক করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আবাদ কচুয়ার জাকিরের দোকানের সামনে প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিল আলমগীর নামে এক মাদক ব্যবসায়ী। তা দেখে প্রতিবাদ করেন এলাকার সুলতানের ছেলে আজিজুর এবং আলামিন নামে অপর একজন। ক্ষিপ্ত হয়ে আলমগীর হাসুয়া দিয়ে তাদেরতে এলোপাথাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে সে আজিজুর ও আলামিনের হাতের কব্জি কেটে নেয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। আহত আলামিনের পিতার নাম জানা যায়নি।

এদিকে, স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ও হামলাকারী আলমগীরকে ধাওয়া করলে সে একটি ঘরের মধ্যে আশ্রয় নেয়। এলাকাবাসী তাকে ঘিরে রেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলমগীরকে আটক করে। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।সূত্র,ডিবিসি নিউজ