Type to search

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা

রাজনীতি

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা

 

অপরাজেয় বাংলা ডেক্স : খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত কর্মসূচির সমাবেশস্থলে এ ঘটনা ঘটে বলে দাবি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামের।

হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা নেওয়া ও দলের বাণিজ্য সম্পাদক সালাউদ্দিন আহম্মেদকে অযথা কারাগারে পাঠানোর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্তমান সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলেই নতুন নতুন নাটক সাজাচ্ছেন। আল-জাজিরা আতঙ্কে আতঙ্কগ্রস্ত সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার চক্রান্ত করছেন।

এ সময় সমাবেশে বক্তব্য দেন-জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমির এজাজ খান, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, চৌধুরী নাজমুল হুদা সাগর।  সমাবেশ পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানা।

সূত্র,  বাংলানিউজটোয়েন্টিফোর.কম