Type to search

কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ফের মেয়র নির্বাচিত

কেশবপুর

কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ফের মেয়র নির্বাচিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা প্রতিক) ১১হাজার ৮৮শ’৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস (ধানের শীষ প্রতীক)- ২হাজার ৩শ’১৩ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুল কাদের পেয়েছেন ৪শ’১০ ভোট। রোববার সন্ধ্যায় উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১ নম্বর ওয়ার্ডে
খাদিজা খাতুন ২ নম্বর ওয়ার্ডে আছিয়া খাতুন ৩ নম্বর ওয়ার্ডে আসমা খাতুন ও
সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ডে মশিয়ার রহমান ৩ নম্বর ওয়ার্ডে
জি এম কবির হোসেন ৪ নম্বর ওয়ার্ডে আবজাল হোসেন বাবু ৫নম্বর ওয়ার্ডে বি এম শহিদুজ্জামান শহিদ ৬ নম্বর ওয়ার্ডে মনোয়ার হোসেন মিন্টু ৭ নম্বর ওয়ার্ডে কামাল খান ৮ নম্বর ওয়ার্ডে
আব্দুল হালিম ৯ নম্বর ওয়ার্ডে এবাদত সিদ্দিকী বিপুল
এ পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭শ ২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১শ’ ৮৫ ভোট ও নারী ভোটার ১০ হাজার ৫শ’ ৪০ জন।
কেশবপুর এই প্রথম এভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *