Type to search

কেশবপুর থানার নতুন অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন

কেশবপুর

কেশবপুর থানার নতুন অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে : যশোরের কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. বোরহান উদ্দীন। শুক্রবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ওসি মোহাম্মদ জসীম উদ্দীনকে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি মো. বোরহান উদ্দীনকে বরণের আয়োজন করেন থানার স্টাফ। এ সময় কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুজ্জামান, সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস, উপ-পরিদর্শক অরুপ কুমার বসু, লিখন সরকার, মিজানুর রহমান, তাপস কুমার রায়, হাসান মাহমুদ, অনিমেষসহ থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি জসীম উদ্দীন কেশবপুর থানার অফিসার হিসেবে যোগদান করে প্রায় ১৪ মাস এই থানার সুনামের সহিত দায়িত্ব পালন করার পর গত বৃহস্পতিবার ঢাকা জেলার টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
নবাগত ওসি বোরহান উদ্দীনের  গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। ওসি বোরহান উদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে ইতোপূর্বে যশোরের নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক, চট্টগ্রামের পটিয়া থানার ওসি, গাইবান্ধার সাদুল্লাপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেশবপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকা, মাদক, সন্ত্রাসসহ সকল অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলে কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ জানান।