Type to search

কেশবপুরে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার। এক নারী আটক 

কেশবপুর

কেশবপুরে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার। এক নারী আটক 

জাহিদ আবেদীন বাবু 
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাসলিমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে।এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 জানা গেছে, কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বুধবার বিকেলে মাদক বেচা-কেনার খবর গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীনের সার্বিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সিকদার মতিয়ার রহমানের নেত্বত্বে উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, মাহাফুজুর রহমান, আজিজুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাসলিমা বেগমকে আটক করে। ওই সময় তার বসতবাড়ী থেকে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে ওই গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বাড়ী থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ফেনসিডিলসহ ১ নারীকে গ্রেফতার করা হয়ো। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।